গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বয়স্ক-প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর দেওয়া হয় বাইসাইকেল।মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে বনগ্রাম ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে এসব হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম।বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফজলুল কাফি মাসুম। আলোচনা শেষে বয়স্ক ও প্রতিবন্ধী ২৫ জনের মাঝে হুইলচেয়ার এবং দরিদ্র মেধাবী ৩১ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস