আলোচ্য বিষয়ঃ
১। গত সভার বিষয় সমূহ পুনঃ আলোচনা।
২। ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ম পর্যায়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা সংক্রান্ত নগদ ৫,৫৬,৫৬০/- (পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত ষাট) টাকা ও কাবিখা সংক্রান্ত খাদ্যশস্য (চাল) ২.৬৯০ মেঃ টন, খাদ্যশস্য (গম) ২.৬৯০ মেঃ টন দ্বারা প্রকল্প গ্রহণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
৪। বিবিধ।
অদ্যকার সভা ৯ নং বনগ্রাম ইউনিয়নের সম্মানিত ইউপি চেয়ারম্যান জনাব মোঃ ফজলুল কাইয়ুুম হুদা সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হলো।
১। সভায় ১ম প্রস্তাবে গত সভার বিষয় সমূহ পুনঃ আলোচনা করা হলো এবং উপস্থিত সকল সদস্যগণের সম্মতিক্রমে তা অনুমোদন করা হলো।
২। সভায় ২য় প্রস্তাবে চেয়ারম্যান উপস্থিত সকল সদস্যগণকে জানান যে, ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ম পর্যায়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) সংক্রান্ত একটি বরাদ্দপত্র পাওয়া গিয়েছে।
যাহার স্মারক নং ৫১. ০১. ৩২৮২. ০০০.৪১. ০০৪. ২৩-০২৮,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়, তারিখঃ ২৩/০৮/২০২৩ খ্রিঃ । উক্ত বরাদ্দ পত্র মোতাবেক অত্র ইউনিয়নের অনুকূলে ১ম পর্যায়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা সংক্রান্ত নগদ ৫,৫৬,৫৬০/- (পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত ষাট) টাকা ও কাবিখা সংক্রান্ত খাদ্যশস্য (চাল) ২.৬৯০ মেঃ টন, খাদ্যশস্য (গম) ২.৬৯০ মেঃ টন বরাদ্দ। উপস্থিত সদস্যগণের সম্মতি থাকিলে ভিন্ন ভিন্ন৬ প্রকল্প গ্রহণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা যেতে পারে।
সভায় উপস্থিত সদস্যগণ চেয়ারম্যান মহোদয়ের প্রস্তাবে একমত পোষন করেন এবং ব্যাপক আলোচনা শেষে নি¤েœাক্ত তিনটি প্রকল্প গ্রহণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস